• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

তেরখাদায় ধর্ষক মফিজ শেখ গ্রেফতার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ০৮:৪৭ পিএম তেরখাদায় ধর্ষক মফিজ শেখ গ্রেফতার

খুলনায় এক গৃহবধূকে জিম্মি করে প্রতিনিয়ত ধর্ষণের অভিযোগে পুলিশ মফিজ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মফিজ তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা। সোমবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৫)।
মঙ্গলবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। 
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে মফিজ শেখ তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের ওই গৃহবধূর কৌশলে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন।
সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকেও একই ঘটনা ঘটান। দিনের পর দিন একই ঘটনায় অতিষ্ঠ গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 
তেরখাদার ওসি মেহেদী হাসান জানান, মামলার পর পরই পুলিশ মফিজ শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner