• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

আ.লীগের সাবেক এমপির অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন


বাঞ্ছারামপুর বার্তা | নওগাঁ প্রতিনিধি মার্চ ১১, ২০২৫, ০৭:২১ পিএম আ.লীগের সাবেক এমপির অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নওগাঁর রানীনগরে মেসার্স রাহিদ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ইটভাটাটি নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টায় রাণীনগর বাজার-সংলগ্ন এই ইটভাটায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই ইঠভাটাটির কার্যক্রম চলছিল। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব ইটভাটাতে অভিযান পরিচালনা হচ্ছে। যেসব ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইনসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনোয়ার হোসেন হেলাল ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আনোয়ার হোসেন হেলাল এবং তার ছেলে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার পলাতক রয়েছেন। তাদের দুই জনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Side banner