• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত মার্চ ১০, ২০২৫, ০৬:৪০ পিএম বাঞ্ছারামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঞ্ছারামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। 
বাঞ্ছারামপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত ইউনিট দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কৌশল প্রদর্শন করে। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ-প্রস্তুতি কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, যারা এ আয়োজনের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সঠিক প্রস্তুতি ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভূমিকম্প, বন্যা, ঝড়সহ নানা দুর্যোগের সময় কিভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Side banner