• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত জানুয়ারি ২, ২০২৫, ০১:৫৭ পিএম বাঞ্ছারামপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত

জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা এবং ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারী, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা ডিজিটাল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো: জালাল উদ্দিন।
বক্তারা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য এবং সমাজ কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তারা সমাজে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভার পর ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। 
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বাঞ্চারামপুরের এই আয়োজন সমাজকল্যাণে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। 

Side banner