• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে অবৈধ উপায়ে বালু উত্তোলন, ড্রেজার জব্দ


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৪৫ এএম বাঞ্ছারামপুরে অবৈধ উপায়ে বালু উত্তোলন, ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের সাধুরবাগ নামক বাগান বাড়ির পাশে থেকে কৃষি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলামের মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসমময় ড্রেজারের মালিক মো. মোস্তফা পালিয়ে যান। পরে তার ড্রেজারের মেশিন জব্দ করে নিয়ে আসে প্রশাসন। 
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবত বালুখেকো খ্যাত মোস্তফা অবৈধভাবে বালু ড্রেজারের মাধ্যমে দুইটি বিশাল বড় মেশিন বসিয়ে রূপসদী খানেপাড়াতে জন্টু দেবনাথ, নির্মল দেবনাথ ও রূপসদী উত্তর বাজারের সোনালী ব্যাংকের পাশে বালু ভরাট করে আসছিলেন। বহুদিন যাবত অবৈধভাবে কৃষি জমি থেকে বালু ভরাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আবাদি ভূমি।
এসিল্যান্ড নজরুল ইসলাম জানান, মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করার অভিযোগে দুইটি ড্রেজারের একটি ড্রেজার, পাইপ উদ্ধার করা হয়েছে।

Side banner