• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
ক্লিন বাঞ্ছারামপুর 

পরিচ্ছন্ন গ্রাম বাংলা গড়ার স্বপ্ন ৪০ তরুণ তরুণীর 


বাঞ্ছারামপুর বার্তা | সালমা আহমেদ ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৪৬ পিএম পরিচ্ছন্ন গ্রাম বাংলা গড়ার স্বপ্ন ৪০ তরুণ তরুণীর 

পরিচ্ছন্ন বাংলাদেশ, পরিচ্ছন্ন বাঞ্ছারামপুর উপজেলা গড়ার স্বপ্ন তাদের। এ লক্ষ্য নিয়েই রোজ উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার করে দলটি। পরিচ্ছন্নতার বার্তা মানুষের কাছে পৌছাতে সারা উপজেলায় রয়েছে তাদের আরও নানা উদ্যোগ। ক্লিন বাঞ্ছারামপুর নামের সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কথা বলছি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরীঘাট পেরোনোর সময় তাঁদের সঙ্গে দেখা। ৩৫-৪০ জনের একটি দল। সবাই তরুণ। কেউ চত্বর ঝাড়ু দিচ্ছেন, কেউবা জমানো ময়লা ব্যাগে ভরছেন। ময়লার ব্যাগ সরিয়ে নেওয়ার কাজও করছেন কয়েকজন। বিশেষ কোনো আয়োজন নয়, নয় কোনো বিশেষ দিন। সে জন্যই পরিচ্ছন্নতার কাজ দেখে একটু খটকা লাগল।
তবে ঢাকা যাওয়ার গুরুত্বপূর্ণ স্পট আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরিঘাট এলাকা। যেখানে বাঞ্ছারামপুর, নবীনগর, মুরাদনগর, হোমনাসহ আরো কয়েকটি উপজেলার হাজারো যাত্রী এখান দিয়ে ঢাকায় যাতায়াত করেন। তাদের অনেকেই এই ব্যস্ত ফেরীঘাট এলাকায় নোংরা আবর্জনার উচ্ছিষ্টের দূর্ঘন্ধের কারণে মুখে রুমাল চেপে যেতে হয়।
আর এখানেই ক্লিন বাঞ্ছারামপুর এর নারী পুরুষ সদস্যরা স্থানটিকে পরিস্কারের জন্য সমবেত ভাবে কাজ যাচ্ছে। 
কথা বলে জানা গেলো, ক্লিন বাঞ্ছারামপুর প্রতিষ্ঠাতা বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবন)। আজকের  আয়োজিত এই কার্যক্রমটির টিম লিডার হিসেবে দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আহমেদ ইভু, দ্বীন ইসলাম এবং সাইফা তাসনিন তানহা। তাছাড়া উপস্থিত ছিলেন দায়িত্বশীল স্বেচ্ছাসেবী মেহেদী হাসান, ফেরদৌস আহম্মেদ, শিমু আক্তার, বায়েজিদ আহম্মেদ, কাউছার আহম্মেদ, জাহিদ হাসান, মেঘলা আক্তার, রুহুল আমিন, কাওছার আহম্মেদ এবং স্থানীয় লোকজন।
ইমতিয়াজ আহমেদ ইভু ও তানহা সরকার জানান, আমরা বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিষ্কারের কাজ নিয়মিত ভাবে পরিচালনা করে যাচ্ছি। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নের ব্যস্ত এলাকার পরিস্কারের কাজ সম্পন্ন করেছি। বাকিগুলো শেষ করব। আমরা নিজ খরচে কাজগুলো করছি। 
প্রতিষ্ঠাতা বাহারউদ্দিন বলেন, মানুষকে সচেতন করা আমার কর্তব্য। আমি আমার কর্তব্যটুকু করছি।

Side banner