• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

মহিপুরে শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান


বাঞ্ছারামপুর বার্তা | আবদুল্লাহ মানিক, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:১০ পিএম মহিপুরে শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান

পটুয়াখালীর মহিপুরে শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি তৈরির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি প্রক্রিয়া করণে ব্যবসাসীদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। নাপ্পির স্যাম্পল সংগ্রহ করে তা পরিক্ষার জন্য নেওয়া হয়েছে। কোনো ক্ষতিকর উপাদান অথবা কেমিক্যালের ব্যাবহার হয় কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা কর্মকর্তা। এছাড়াও মহিপুর ও কুয়াকাটার হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান জানান, আমরা নাপ্পি ও শুটকির বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। আমাদের ল্যাবরেটরিতে এসব নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় কোন ক্ষতিকর ক্যামিক্যাল বা জীবাণু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Side banner