• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ১৯, ২০২৪, ০২:১৫ পিএম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে। জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত 'পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা' শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণকারী পুলিশ  বীর মুক্তিযোদ্ধা।
মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের আত্নত্যাগ, অসম সাহসীকতা ও গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে বুধবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে ড্রিলসেডে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Side banner