“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, র্যালি, ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিজেকে স্বাবলম্বী করতে না পারলে মান উন্নত জীবন ব্যবস্থা গড়া একবারেই অসম্ভব।
এদিকে অফিস সুত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তর ৩৮টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের ধরণ অপ্রাতিষ্ঠানিক (৭/১৫ দিন) ও প্রাতিষ্ঠানিক (৩ থেকে ৬মাস)। উল্লেখযোগ্য, গবাদিপশু, হাঁস মুরগি পালন, মৎস চাষ, বৃক্ষরোপণ, কম্পিউটার, ইলেকট্রনিক, পোশাক ডিজাইন যেমন নকশিকাঁথা ও ব্লকবাটি।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব ও আত্মকর্মীরা জানিয়েছেন, অনেকেই প্রথমে কুড়ি হাজার পরে চল্লিশ হাজার টাকা লোন হিসেবে নিয়ে গবাদি পশুপালন করে স্বাবলম্বী হয়েছেন। কেউবা লোনের টাকা দিয়ে কম্পিউটার সহ বিভিন্ন ভাবে সেই টাকা বিনিয়োগ করে হয়েছেন স্বাবলম্বী। আর সেই সব সাফল্যের কথা জানাচ্ছিলেন প্রশিক্ষণার্থীরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী যুব কর্মকর্তা সাইফুল ইসলাম, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী।
আপনার মতামত লিখুন : :