• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের

অফিস সহায়ক পদের লিখিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ


বাঞ্ছারামপুর বার্তা | শাহিন নুরী অক্টোবর ২৬, ২০২৪, ০৭:৫৯ এএম অফিস সহায়ক পদের লিখিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের, রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা সুন্দর ও সাবলীলভাবে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব প্রশাসনের ৫৫টি শূন্য অফিস সহায়ক পদের জন্য মোট আবেদন করেছিল ১১ হাজার পরীক্ষার্থী। 
শুক্রবার (২৫ অক্টোবর) গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রের ১৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা সুন্দর সাবলীল ভাবে সম্পন্ন হওয়ার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করা হয়। 
সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে গাইবান্ধার ১৭টি কেন্দ্রের কোথাও প্রতারণার ফাঁদে পা দেওয়ার খবর পাওয়া যায়নি। 
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নিয়োগ পরীক্ষা ২০২৪ এর, গাইবান্ধার আওতাধীন রাজস্ব প্রশাসনের ৫৫টি শূন্য পদের অফিস সহায়ক পদে নিয়োগ উপলক্ষে জেলা প্রশাসকের ফেসবুক পেজে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল গাইবান্ধা  জেলা প্রশাসকের  এর নিয়োগ পরীক্ষা আগামী ২৫-১০ -২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহবান জানানো হয়। গাইবান্ধার জেলা প্রশাসন সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে, দক্ষতা মেধার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে বদ্ধপরিকর কথাটি উল্লেখ করা হয়। 
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয় কোন প্রকার অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে বর্ণিত পদে নিয়োগ পাওয়ার কোন সুযোগ নেই, কেউ অর্থের বিনিময়ে নিয়োগের সুযোগ প্রদান করার কথা বললে তাকে নিকটস্থ থানা ও পুলিশের সোপদ্য করা অথবা জেলা প্রশাসনকে অবহিতিকরণ প্রসঙ্গে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়  ২৫ অক্টোবর শুক্রবার ১৭ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১১,০০০ হাজার আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় সাত হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শতভাগ সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন নিযুক্ত ছিল। যার ফলে গাইবান্ধায় ১৭ টি কেন্দ্রের  পরিবেশ ও বাহিরের পরিবেশে কোন প্রকার বিঘ্নতা সৃষ্টির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার আওতাধীন রাজস্ব প্রশাসনের ২০ গ্রেডভুক্ত অফিস সহায়ক ৫৫টি শূন্য পদ পূরণে প্রায় সাত হাজার পরীক্ষার্থী  পরীক্ষা দিলেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় মোট ২২৬ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬/১০/২০২৪ ইং তারিখ দুপুর ২ টার সময়  জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আর কোন প্রবেশপত্র ইস্যু করা লাগবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। 
উল্লেখ্য যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সদস্য সচিব নিয়োগ কার্যক্রম পরিচালনা বিষয়ক কমিটি মো. মশিউর রহমান স্বাক্ষরিত লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রদান করেন।

Side banner