• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

গাইবান্ধায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু


বাঞ্ছারামপুর বার্তা | শাহিন নুরী অক্টোবর ২২, ২০২৪, ০৫:৩৯ পিএম গাইবান্ধায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (২২ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
কৃষি মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধার  জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া সঞ্চালনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ  আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোশাররফ হোসেন, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান গাইবান্ধা জেলা জামাতের আমির মো. আব্দুল করিম মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো শাহাদৎ হোসেন। 
বক্তারা কৃষির সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে। 

Side banner