• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ড. আমীর হোসেন


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত মার্চ ২০, ২০২৫, ০৭:২৫ পিএম পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ড. আমীর হোসেন

১৯২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপ সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের কৃতি সন্তান ডক্টর এ এফ এম আমীর হোসেন। তিনি বিসিএস ২০ ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে ড. আমীর হোসেন শিল্প মন্ত্রণালয়ে উপ সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, ডক্টর এ এফ এম আমীর হোসেনের বড় ভাই সেলিম রেজা বিসিএস ১০ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অবসরগ্রহণ করেন। 
ড. এ এফ এম আমীর হোসেন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় বাঞ্ছারামপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। একই সাথে স্থানীয় পত্রিকা বাঞ্ছারামপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন তাকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।  
 

Side banner