৩৭তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাসপিয়া তাসরিন ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত মো. কায়েসুর রহমান।
এছাড়া কোষাধ্যক্ষ পদে হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
আপনার মতামত লিখুন : :