• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

আনসারের ১২ পরিচালককে বদলি


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৫, ০৮:০৪ পিএম আনসারের ১২ পরিচালককে বদলি

রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১২ পরিচালককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. সগীর হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি করা পরিচালকরা হলেন লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামানকে লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নে, খাগড়াছড়ি ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসানকে খাগড়াছড়ি ২৮ আনসার ব্যাটালিয়নে, চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিককে খাগড়াছড়ি ১৪ আনসার ব্যাটালিয়নে, খাগড়াছড়ি ৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. সাজ্জাদ মাহমুদকে  চুয়াডাঙ্গা ৯ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান ৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জানকে চট্টগ্রাম ৪ আনসার ব্যাটালিয়নে, চট্টগ্রাম ১৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ চৌধুরীকে বান্দরবান ১৬ আনসার ব্যাটালিয়নে, বান্দরবার ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমানকে গাজীপুর ২৭ আনসার ব্যাটালিয়নে, গাজীপুর ১০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. মইনুল ইসলামকে বান্দরবান ১০ আনসার ব্যাটালিয়নে, রাঙ্গামাটি ২ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নূরনবীকে রাঙ্গামাটি ২৩ আনসার ব্যাটালিয়নে, গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফারজানা আক্তার ডালিয়াকে গোপালগঞ্জ ২ আনসার ব্যাটালিয়নে, ব্রাহ্মণবাড়িয়া ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ানকে ব্রাহ্মণবাড়িয়া ১৫ আনসার ব্যাটালিয়নে এবং খাগড়াছড়ি ১৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেনকে খাগড়াছড়ি ৫ আনসার ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Side banner