• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:২৬ পিএম বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ডিজিটাল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার মাসিক আয়-ব্যয়ের হিসাব, চলমান কাজের অগ্রগতি, শিক্ষা, নারীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ অলী মো. রাসেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
অন্যান্যের মধ্যে সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক শামীম শিবলী উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আলোচিত বিষয়গুলোর উপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Side banner