• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান 


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত ডিসেম্বর ৯, ২০২৪, ০৪:৪৮ পিএম বাঞ্ছারামপুরে ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর। 
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রতেপ চন্দ্র দাস।
আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে তিন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষায় অবদানের জন্য মমতাজ বেগম, সমাজ উন্নয়নে দিলশাদ খানম ও সফল জননী নারী হিসেবে আনোয়ারা বেগমকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সংবাদকর্মী ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, প্রতিবছর ৯ ডিসেম্বর সারা বাংলাদেশে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়। তিনি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং নারীদের শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা পালনকারী মহীয়সী নারী।

Side banner