ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা, বাল্যবিবাহ বন্ধকরণ সহ নানাবিধ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম সোহেল, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী, বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রুহুল আমিন, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি ফয়সল আহমেদ খান, মাইটিভির উপজেলা প্রতিনিধি এম এ আউয়াল, সাংবাদিক শাহিন আহমেদ সাজু, সাংবাদিক ফজলে রাব্বি রিফাত প্রমুখ।
আপনার মতামত লিখুন : :