গাইবান্ধা পৌর শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
‘গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরপার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন, পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ অভিযান চালায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় নিয়োগ পেয়ে গুগল এ সার্চ দিয়ে জানতে পারি গাইবান্ধা একটি ময়লার শহর। তারপরে গাইবান্ধায় নিযুক্ত হয়ে সবার সাথে মতবিনিময় করে কিভাবে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় সে ব্যাপারে মতামত গ্রহণ করি। শুরুতেই গাইবান্ধা লেকের কচুরিপানার পরিষ্কার এর মধ্য দিয়ে যাত্রা শুরু করি। আমাদের গাইবান্ধা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক পৌরবাসীকে উদ্যোগী হতে হবে। সবার মানসিক দিক থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে
গাইবান্ধা শহর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমসহ, জেলা, সদর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, কর্মসূচি ব্যবস্থাপক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকা, মো: মোশারফ হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়ক, গাইবান্ধা, মো: মশিউর রহমান, অপূর্ব সাহা, আঞ্চলিক সমন্বয়কারী, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মোহাম্মদ রবিউল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জ, ব্র্যাক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পরিচ্ছন্নতা অভিযানে গাইবান্ধার বিভিন্ন ইয়ুথ গ্রুপ, রোভার স্কাউট ও ছাত্র প্রতিনিধিসহ চার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন : :