• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

শ্রীপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক 


বাঞ্ছারামপুর বার্তা | মো. সাকিব খান  অক্টোবর ১২, ২০২৪, ০৬:৩১ পিএম শ্রীপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক 

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ১৩৫টি মণ্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। 
প্রথমে টুপিপাড়া-খামারপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। পরে উপজেলা সদরের সার্বজনীন দূর্গা মন্দির ও মদনপুর সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার ভূমি মো. মামুন শরীফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব মিত্র প্রমুখ।

Side banner