কুষ্টিয়ার কুমারখালীর শারদীয় দূর্গাপুজা নিরাপদ করতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোছা. শারমিন সুলতানা ও পুলিশ সুপার মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তারা।
মন্দির পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শংকর মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন : :